জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:০৪ পিএম, ২১ নভেম্বর ২০২৩

জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহিপালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুন: আপিল খারিজ, জামায়াতের নিবন্ধন বাতিলের রায় বহাল

ফেনী জেলা জামায়াতের আমির এ কে এম সামসুদ্দিন নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ফেনী জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ, ফেনী শহর জামায়াতের আমির মোহাম্মদ ইলিয়াস, সেক্রেটারি আ ন ম আব্দুর রহিম, শহর জামায়াত ও সদর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে জামায়াত নেতারা বলেন, অবৈধ নীতিভ্রষ্ট রায়ের মাধ্যমে সরকার জামায়াতকে নির্বাচন থেকে দূরে রাখছে। সরকারকে এর কঠিন জবাব দেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।