পুকুরপাড়ের ঝোপ থেকে ২১ ককটেল উদ্ধার করলো র্যাব

যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামে একটি ঝোপ থেকে ২১টি ককটেল উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরের দিকে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, তথ্য ছিল ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে বিপুল পরিমাণ ককটেল মজুত রাখা আছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে একটি বালতি থেকে ২১টি ককটেল উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্য ককটেলগুলো মজুত করে রাখা হয়েছিল।
উদ্ধার ককটেলের জব্দ তালিকা করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা সাকিব হোসেন।
জামাল হোসেন/এসআর/এএসএম