টাঙ্গাইল

লাইনচ্যুত বগি উদ্ধার করতে এসে বিকল রিলিফ ট্রেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২১ নভেম্বর ২০২৩

টাঙ্গাইলে রংপুর এক্সপ্রেসের লাইনচ্যুত বগির উদ্ধারকাজ এখনো শেষ হয়নি। এজন্য এ রেলপথে আটকা পড়েছে পাঁচটি ট্রেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। তবে উদ্ধারকাজ করতে গিয়ে ট্রেনটি বিকল হয়ে যায়।
এজন্য লাইনচ্যুত বগির উদ্ধারকাজ ম্যানুয়াল পদ্ধতিতে করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে ট্রেন দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে ঢাকাগামী একতা এক্সপ্রেস, সেতুর পশ্চিমে সিরাজগঞ্জ এক্সপ্রেস, জামতৈল স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস, মির্জাপুরের মহেড়া স্টেশনে উত্তরবঙ্গগামী ধুমকেতু এক্সপ্রেস এবং মির্জাপুর স্টেশনে আটকা পড়েছে নীলসাগর এক্সপ্রেস।

jagonews24

আরও পড়ুন: রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌন ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগিটিতে যাত্রীদের মালামাল ছিল। পরে ক্ষতিগ্রস্ত ট্রেনের যাত্রীদের টাঙ্গাইল কমিউটার ট্রেনযোগে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।