ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ১ বছরের শিশুর
ব্রাহ্মণবাড়িয়ার মটর পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্টে হাসান (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে এ ঘটনা ঘটে। হাসান ওই এলাকার মাহফুজ উদ্দিন ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, মাহফুজ মিয়ার বাড়ির সিঁড়ির নিচে একটি মটর পাম্প বসানো আছে। মটর পাম্পটিতে বিদ্যুতের লাইন দেওয়া ছিল। সকালে হাসান খেলতে খেলতে মটর পাম্পের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্ব আহত হয়। পরে হাসানকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক শিশু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। শিশুর মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/জেএস/জিকেএস