সবার মনোনয়ন চাইবার অধিকার রয়েছে: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২২ নভেম্বর ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মনোনয়ন পর্ব শেষ হলে বোঝা যাবে আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচনে যাবে কিনা। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক। একটি উৎসব ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আগামী দিনের সরকার নির্বাচন করবেন।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুরের কদমতলা রোডের শিক্ষামন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আরও পড়ুন: শিক্ষার্থীরাই হবে চ্যাম্পিয়ন অব দ্য স্টেট: শিক্ষামন্ত্রী 

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি সংসদীয় আসনে আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী থাকে। তাই সবার মনোনয়ন চাইবার গণতান্ত্রিক অধিকার রয়েছে। মনোনয়ন কাকে দেওয়া হবে সেটা বোর্ডের সিদ্ধান্ত কিন্তু চাইবার অধিকার সবার রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ একটি বড় ও প্রাচীন দল। যারা এ দলটিতে কাজ করেন সারাজীবন মানুষের সঙ্গে আন্দোলন সংগ্রাম করে এ পর্যায়ে আসেন। যাকে মনোনয়ন বোর্ড মনোনয়ন দেবেন নৌকার প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করবে।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।