গাজীপুরে পুনাকের দেওয়া খাদ্য সামগ্রী পেলেন শতাধিক অসহায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২২ নভেম্বর ২০২৩

গাজীপুরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। বুধবার (২২ নভেম্বর) সকালে গাজীপুর পুলিশ লাইন্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম।

পুনাক গাজীপুরের সভানেত্রী জিনিয়া ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে শতাধিক অসহায় ও দুঃস্থদের হাতে বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এরমধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ, আলু, পেয়াজ ও নগদ টাকা।

আরও পড়ুন: দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে পুনাক

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন, নাজমুস সাকিব খান ও তাজরিয়ান রবি স্বর্ণ উপস্থিত ছিলেন।

পরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. রিফাত সুলতানা। ক্যাম্পে পুলিশ সদস্য ও তাদের পরিবারের শতাধিক নারীকে চিকিৎসা প্রদান করা হয়।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।