ডোবায় ফেলে যমজ শিশুকে হত্যা, মা গ্রেফতার
প্রতীকী ছবি
যশোরের কেশবপুরে যমজ শিশুকে হত্যার অভিযোগে মা সুলতানা খাতুনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) সকালে পৌর শহরের সাহাপাড়া নতুন মসজিদ সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাত ২টার দিকে সুলতানা খাতুন নিজের হাতে যমজ সন্তানদের বাড়ির পেছনের ডোবায় ফেলে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তান হত্যার কথা স্বীকার করেছেন ওই নারী। ১০ নভেম্বর সুলতানা যমজ সন্তান প্রসব করেন। এরমধ্যে একটি ছেলে ও একটি মেয়ে ছিল।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুদের হত্যার ঘটনা স্বীকার করেছেন সুলতানা খাতুন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মিলন রহমান/আরএইচ/জিকেএস