কুষ্টিয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২২ নভেম্বর ২০২৩

কুষ্টিয়ার আঞ্চলিক অফিসে পাসপোর্ট করার সময় মো. সবুজ নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে পৌনে ২টার দিকে তাকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় দেওয়া হয়।

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, জেলা নির্বাচন অফিস থেকে নিজ নামে ভোটার আইডি কার্ড এবং কুষ্টিয়া পৌর এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের ঝালুপাড়ার ঠিকানা ব্যবহার করে তিনি পাসপোর্ট করতে আসেন। সেখানে আবেদন জমাসহ সব কার্যক্রম শেষে ফিঙ্গার প্রিন্টে মিল না পাওয়ায় সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন।

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন বলেন, বুধবার দুপুর সোয়া ১টার দিকে সবুজ আবেদন জমা দেন। আবেদনপত্রের সঙ্গে নিজের ভোটার আইডি কার্ড, নাগরিক সনদ দাখিল করেন। পরে ফিঙ্গার প্রিন্টের সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তদন্তে বেরিয়ে আসে তিনি একজন রোহিঙ্গা। পরে তাকে পুলিশের দেওয়া হয়েছে।

আল মামুন সাগর/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।