ফেনী-৩

এক আসনে স্বামী-স্ত্রী দুজনেই হতে চান নৌকার মাঝি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৫৪ এএম, ২৩ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন এক দম্পতি। যেখানে স্বামী ও স্ত্রী দুজনেই চান দলীয় প্রতীক নৌকার মাঝি হতে ।

এ দম্পতি হলেন- সৌদি আরবের জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ এবং তার স্ত্রী জেদ্দা মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পারভীন আক্তার।

রহিম উল্যাহ ও পারভীন আক্তার দম্পতি নিজ নিজ অবস্থান থেকে এলাকায় ভোটের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। গত কয়েক মাস ধরে নৌকার সমর্থনে যৌথভাবে এলাকায় উঠান বৈঠক, শোডাউন, গণসংযোগের পাশাপাশি ব্যানার, পোস্টার ও উন্নয়নের লিফলেট বিতরণ করছেন।

আসন্ন নির্বাচনে আসনটিতে এই দম্পতি ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন আরও ১২ জন।

তারা হলেন- যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য বায়রার সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবুল বাশার, ফেনী জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জেড. এম. কামরুল আনাম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সহ-সভাপতি অভিনেত্রী শমী কায়সার, ছোটপর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী, আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য এ.কে আজাদ, চাকসুর সাবেক জিএম আজিম উদ্দিন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং সাবেক যুবলীগ নেতা আমজাদ হাজারী।

মনোনয়নপ্রত্যাশী পারভীন আক্তার জাগো নিউজকে বলেন, স্বামীর সঙ্গে আমি দীর্ঘ সময় সৌদি আরব ছিলাম। তখন জেদ্দা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। দেশে ফিরে গত ১০ বছর ধরে পর্দার আড়ালে থেকে দলের জন্য কাজ করছি। দেশের সব ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। তাই এলাকার মানুষের জন্য কাজ করতে এসে এবার দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছি।

এ ব্যাপারে পারভীনের স্বামী আরেক মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ বলেন, এ আসনে এমপি থাকাকালীন ব্যাপক উন্নয়ন করেছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের দলীয় এমপি না থাকায় এখানে নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এবার মনোনয়ন পেলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো।

আবদুল্লাহ আল-মামুন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।