অবাধে বালু উত্তোলন

ফুলগাজীতে ভেঙেছে মার্কেট, হুমকিতে সড়ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৩

মুহুরী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলনে ফেনীর ফুলগাজী উপজেলায় ভেঙে পড়েছে মার্কেট। হুমকির মুখে আছে বাজারের শ্রীপুর সড়কটি।

অভিযোগ আছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে উপজেলা যুবলীগ সভাপতি সালেহ আহম্মদ মিন্টু ও সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারী বালু উত্তোলনের মহোৎসব চালাচ্ছেন। এ নিয়ে ব্যবসায়ীসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছে।

ক্ষতিগ্রস্তরা জানান, ফুলগাজী বাজারের বিলোনীয়া রেললাইনের পাশে শ্রীপুর সড়কে আনোয়ার শপিং সেন্টার। ড্রেজার মেশিনের মাধ্যমে দিনরাত বালু তোলায় ওই মার্কেটের পেছনের অংশে মাটি সরে যায়। ১২টি দোকান কক্ষের ওই মার্কেট ও এর পাশেই আবদুল কুদ্দুসের দুটি, আইয়ুবের দুটি দোকানঘর ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়। একপর্যায়ে দোকানগুলো অন্যত্র সরিয়ে নেন মালিকরা।

সূত্র আরও জানায়, রেললাইনের পাশ ঘেঁষে বসানো হয় ড্রেজার মেশিন। তার পাশেই নদীর মধ্যবর্তী স্থানসহ তৎসংলগ্ন স্থানে আরও তিনটি ড্রেজার মেশিনে তোলা হচ্ছিল বালু। বুধবার (২২ নভেম্বর) সকাল থেকে বাজারের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠলে বালু উত্তোলনে জড়িতরা ড্রেজার মেশিন সরিয়ে নেন। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম ও আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার ঘটনাস্থলে ছুটে যান।

jagonews24

আনোয়ার শপিং সেন্টারের মালিক আনোয়ারুল আজিম সোহেল বলেন, দুই যুবলীগ নেতা মিন্টু ও একরাম নদীতে ২০০ থেকে আড়াইশ ফুট গভীর থেকে ড্রেজার দিয়ে বালু তোলায় মার্কেটটি ভেঙে গেছে। এতে প্রায় ২ কোটি টাকা ক্ষতির পাশাপাশি দোকান ও জায়গা দুটোই হারাতে হচ্ছে। বাজারের ভেতর ও রেললাইনের পাশ থেকে বালু তোলার নিয়ম না থাকলেও তারা দীর্ঘদিন বালু তোলে। এভাবে চলতে থাকলে শ্রীপুর রাস্তাটিও নদীতে চলে যাবে।

এ বিষয়ে ফুলগাজী উপজেলা যুবলীগ সভাপতি সালেহ আহম্মদ মিন্টুর বক্তব্য জানতে মোবাইল ফোনে কল দিলে ‘মিটিংয়ে আছি’ বলেন। বালু তোলার বিষয়ে জানতে চাইলে কথা বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এসও ফারদিস হোসেন জাগো নিউজকে বলেন, নদীর মাঝ থেকে বালু উত্তোলন করায় ঝুঁকি হতে পারে। পানির লেভেল পরিমাপ করে বালু কোথা থেকে উত্তোলন করা হয়েছে সেটি নিশ্চিত হওয়া যাবে। পাউবোর নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত জানানো হবে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া জাগো নিউজকে বলেন, বালু উত্তোলনের কারণে মার্কেট ভেঙে পড়ার খবর পেয়েছি। জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের ব্যবস্থা করা হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।