কুমিল্লা সদর দক্ষিণে ৫ ইউপিতেই আ.লীগের জয়
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সবকটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কুমিল্লায় মোট ১৫টি ইউপিতে ভোটগ্রহণ হয়েছে আজ। এরমধ্যে ভোট চলাকালে বরুড়ার ৩ নং খোশবাস ইউপির আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হন।
এছাড়া একই উপজেলার আধ্রা ইউপির পেরপেটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে নৌকার প্রার্থী মঞ্জুর হোসেনের বাড়ি থেকে ২৫টি ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বড় ছেলে হাছান জামিলসহ ১৬ জনকে আটক করা হয়।
এদিকে এ নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। প্রথম ধাপের ইউপি নির্বাচনে দলটির ভরাডুবি হয়েছে। অবশ্য সে ধাপের নির্বাচন নিয়েও বিএনপির কারচুপির অভিযোগ রয়েছে। তবে ক্ষমতাসীনরা এসব অভিযোগ আনতে নারাজ।
মোহাম্মদ কামাল উদ্দিন/এনএফ/পিআর