জয়পুরহাটের ২ ইউনিয়নে আ.লীগ, ১টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ৩১ মার্চ ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৬টিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাকী ৩টি ইউনিয়নের মধ্যে জামালপুরে আওয়ামী লীগ প্রার্থী হাসানুজ্জামান মিঠু, চকবরকত ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান আলী নৌকা প্রতীক নিয়ে ও ভাদসা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই ৩টি ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী এবং সাধারণ ২৭৮ ও সংরক্ষিত ১১১ সদস্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জয়পুরহাট উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৯টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ৯টি ইউনিয়ন নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট পরেছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালেব। তিনি বলেন, স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি ভোট পরেছে এই নির্বাচনে।  

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিজিবি, পুলিশ ও আনসারসহ প্রায় ২ হাজার নিরাপত্তা কর্মী নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করেন। নির্বাচনী এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাশেদুজ্জামান/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।