বাড়িতে বসে মাছ কাটছিলেন নারী, লাঠির আঘাতে নিহত

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৪ নভেম্বর ২০২৩

যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামে নিজ বাড়িতে সোনাভান (৪২) নামের এক নারী খুন হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের মেয়ে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাতেই পুলিশ তার রক্তমাখা মরদেহ উদ্ধার করে। এসময় তার পাশে পড়ে থাকা একটি মেহগনির ডাল আলামত হিসেবে জব্দ করা হয়।

পুলিশের ধারণা, লাঠির আঘাতে সোনাভানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই নারীর সাবেক স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত নারী সুদের ওপর টাকা ধার দিতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোনাভান আমলাই গ্রামে মাঠের ধারে নিজ বাড়িতে বাকপ্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবাস করতেন। ঘটনার দিন রাতে তিনি বাড়ির আঙিনায় বসে বঁটিতে মাছ কাটছিলেন। এসময় কেউ পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাকপ্রতিবন্ধী ছেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ঘাতক পালিয়ে যান।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর সাবেক স্বামী আব্দুর রশিদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের ধারণা, পরকীয়া ও টাকা লেনদেনকে কেন্দ্র করে কেউ তাকে হত্যা করেছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার সাবেক স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জামাল হোসেন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।