ব্রাহ্মণবাড়িয়ার ৯ ইউপিতে আ.লীগের জয়


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ৩১ মার্চ ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৯টিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। আকি একটি ইউপির ফল এখনো পাওয়া যায়নি।

লাউর-ফতেহপুর ইউনিয়নে আওয়ামী লীগের ফারুক আহমেদ, সাতমোড়া ইউনিয়নে আওয়ামী লীগের মাসুদ রানা, রসুল্লাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের আলী আকবর, ইব্রাহিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবু মুছা, কাইতলা ইউনিয়নে আওয়ামী লীগের মো. শওকত আলী, নবীনগর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মৌসুমী আক্তার, বিদ্যাকুট ইউনিয়নে আওয়ামী লীগের মো. এনামুল হক, বিটঘর ইউনিয়নে আওয়ামী লীগের আবুল হোসেন, শ্রীরামপুর ইউনিয়নে আওয়ামী লীগের আজহার হোসেন সরকার জামাল, নাটঘর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবুল কাশেম বিজয়ী হয়েছেন।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় মোট ১১টি ইউপিতে ভোট হয়েছে।

এদিকে এ নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। প্রথম ধাপের ইউপি নির্বাচনে দলটির ভরাডুবি হয়েছে। অবশ্য সে ধাপের নির্বাচন নিয়েও বিএনপির কারচুপির অভিযোগ রয়েছে। তবে ক্ষমতাসীনরা এসব অভিযোগ আনতে নারাজ।

আজিজুল আলম সঞ্চয়/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।