তেঁতুলিয়ায় নিখোঁজের ৫ দিন পর চা শ্রমিকের মরদেহ উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজিমদ্দিন (২৫) নামে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাঁচ দিন আগে নিখোঁজ হন।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের গবরা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক ওই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।
আরও পড়ুন:চা শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য
পুলিশ ও স্থানীয়রা জানায়, পেশায় চা শ্রমিক আজিম দ্দিন গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল। শুক্রবার সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: মৌলভীবাজারে চা শ্রমিকের মরদেহ উদ্ধার
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। মামলার প্রক্রিয়া চলছে।
সফিকুল আলম/এনআইবি/এএসএম