জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী খুন
সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সাইদ ওরফে চাঁদ (৫৪) নামের এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে। আবু সাইদ ওরফে চাঁদ ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুল হাকিমের সঙ্গে নিহত আবু সাইদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দিনগত রাতে আবু সাইদ মোহনপুর থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বেলতৈল গ্রামের পাশের রাস্তায় প্রতিপক্ষ আব্দুল হাকিমের লোকজন তার উপর হামলা করে। এতে গুরুতর আহত হন আবু সাঈদ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আরও পড়ুন: ভোলায় ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের
লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হতাহতের ঘটনা ঘটেছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করবে।
এম এ মালেক/জেএস/এমএস