ভোলায় ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৫ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

ভোলায় পারিবারিক বিরোধের জেরে মো. টুলু (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমনসা গ্রামের আশ্রয়ণ প্রকল্পে সামনে এ ঘটনা ঘটে। টুলু ওই গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

আরও পড়ুন: বরিশালে পৃথক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, টুলু ও অভিযুক্ত ফারুক ওই গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন। শুক্রবার বিকেলে তাদের পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে শনিবার সকালে টুলু কাজের উদ্দেশ্যে বের হলে ফারুক তাকে ছুরিকাঘাতে হত্যা করেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মো. গোলাম মোস্তফা জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ফারুককে আটকের চেষ্টা চলছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।