ভৈরবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব ( কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২৫ নভেম্বর ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দ্বীন ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দ্বীন ইসলাম শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দুপুরের দিকে ভৈরব শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পাঁচমাস ধরে পলাতক।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, দুপুরে বাসস্ট্যান্ড এলাকা থেকে দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।

রাজীবুল হাসান/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।