কিশোরগঞ্জে ২ ছিনতাইকারী আটক
কিশোরগঞ্জের ভৈরব থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। শনিবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে পৌর শহরের জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পৌর শহরের কমলপুর এলাকার জলিল মিয়ার ছেলে মো. সাদ্দাম মিয়া (২৭), জগন্নাথপুর এলাকার মৃত বুলবুল মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৫)।
আরও পড়ুন: ফেসবুকে ধর্ষণের ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে ভৈরব শহরের জগন্নাথপুর মধ্যপাড়ায় অভিযান পরিচালনা করে র্যাব -১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় দুই ছিনতাইকারীকে আটক করেন তারা। একই সঙ্গে আটকদের কাছ থেকে ছিনতাই করা একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও সাত হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাহিদ হাসান বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ভৈরবের ছিনতাই চক্রের সদস্য। প্রতিনিয়ত অভিনব কৌশলে তারা ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটকদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজীবুল হাসান/জেএস/এএসএম