দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৬ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের হলদিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালক এবং তার সহকারী পালিয়ে গেছেন।

নিহতরা হলেন- পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হলদিবাড়ী দোলাপাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে মো. লালু রহমান (২৮) ও চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মজিদ (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে চন্ডিপুর থেকে পার্বতীপুরে যাচ্ছিল একটি ভ্যান। পথে হলদিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে চালক লালু নিহত হন। আহত হন তিন ভ্যানযাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল হাসনাত খান জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।