কিশোরগঞ্জে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত: তদন্ত কমিটি গঠন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:২০ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিভাগীয় ডিটিও অফিস।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা বিভাগীয় ডিটিও অফিস থেকে তদন্ত কমিটি গঠন করেছে। তবে কত সদস্যদের কমিটির গঠন করা হয়েছে, কয়দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে তার বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা যায়, শনিবার বিকেল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশপথে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে কিশোরগঞ্জ ভৈরব ও কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে দীর্ঘ ১৭ ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি উদ্ধার করলে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এসকে রাসেল/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।