পঞ্চগড়ে একদিকে মিষ্টিমুখ, অপরদিকে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

সারাদেশের মতো পঞ্চগড়ের দুটি আসনেও দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এদের মধ্যে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা এবং পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন মনোনয়ন পান।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নাম ঘোষণা করেন।

দুই প্রার্থীর নাম ঘোষণার পর পর কর্মী ও সমর্থকরা পঞ্চগড় পৌরশহরে আনন্দ মিছিল বের করেন। একে অপরকে মিষ্টিমুখ করান। অপরদিকে মনোনয়ন না পাওয়ায় বিকেল ৫টার পর পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের কর্মী-সমর্থকরা। মনোনয়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

এ সময় মহাসড়কের দুপাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যানবাহনের চালক-যাত্রী ও পথচারীরা। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সফিকুল আলম/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।