নৌকার নতুন মুখ পেলো নরসিংদী-৩ আসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পুরোনো সংসদ সদস্যরা। বাকি একটি আসনে এসেছে নতুন মুখ।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নামগুলো ঘোষণা করেন।

নরসিংদী-১ (সদর) আসনে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম বীর প্রতীক, নরসিংদী-২ (পলাশ) আসনে বর্তমান সংসদ সদস্য ডা. আনোয়ারূর আশ্রাফ খান দীলিপ, নরসিংদী-৩ (শিবপুর) আসনে ফজলে রাব্বি খান, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহামুদ হুমায়ন এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে টানা ছয়বারের সংসদ সদস্য রাজি উদ্দিন আহাম্মেদ রাজু নৌকার মনোনয়ন পেয়েছেন। এদের মধ্যে ফজলে রাব্বি খান এ প্রথম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

সঞ্জিত সাহা/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।