পটুয়াখালী

স্বতন্ত্র প্রার্থীর অনুসারী ২ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর দুই নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে কলাপাড়া পৌরশহরের গোডাউন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনির (৫০) ও স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অসীম (৫০)। আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুব তালুকদারের নমিনেশন দাখিলকে কেন্দ্র করে ওই দুই নেতা বালিয়াতলী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে আসছিলেন। এ সময় গোডাউন ঘাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জাগো নিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর।

এর আগে বুধবার বিকেলে পটুয়াখালী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান আওয়ামী লীগের মনোনয়নপত্র দাখিল করেন।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।