ঘরে পড়েছিলো বৃদ্ধের মরদেহ, জমির দলিল উধাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:১১ পিএম, ০১ ডিসেম্বর ২০২৩

জয়পুরহাটের কালাই উপজেলায় নিজ ঘরে সৈয়দ আলী আকন্দ (৭৫) নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

নিহত সৈয়দ আলী আকন্দ উপজেলার শেকটা গ্রামের মৃত মোতরাজ আলীর ছেলে।

আরও পড়ুন:ঘরে মিললো বৃদ্ধের রগ কাটা মরদেহ

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসীম আল বারী জাগো নিউজকে বলেন, নিহত সৈয়দ আলী আকন্দের স্ত্রী মারা যাওয়ার পর থেকে বাড়িতে একাই থাকতেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে বড় ছেলের বাড়িতে খাবার খেয়ে নিজ বাড়ির শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো কোন অস্ত্র দিয়ে গলার বাম পাশে আঘাত করে। এতে প্রচন্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়। সকালে নিহতের বড় ছেলে বাবার বাড়িতে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের ঘরে জমির দলিল পাওয়া যাচ্ছে না। তদন্তের পর এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যাবে।

এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।