কাঠালিয়ায় কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৬:১৬ এএম, ০২ এপ্রিল ২০১৬

ঝালকাঠির কাঠালিয়ায় কলেজ ছাত্র রহমত উল্লাহর (১৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা সদরের গার্লস স্কুলের পেছনের একটি বাসার কাঠাল গাছের ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।

শনিবার সকাল ১০ টায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের যে কোনো সময় গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে।

রহমত কাঠালিয়ার উত্তরআউরা গ্রামের আলি আকবর ওরফে আবদুল হক আকনের ছেলে এবং তোফাজ্জেল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।  

কাঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, প্রেম ঘটিত কারণে রহমত উল্লাহ আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

আতিকুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।