ইউপি নির্বাচন : ঠাকুরগাঁও সদরে বিএনপির ১০ প্রার্থী চূড়ান্ত


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ০২ এপ্রিল ২০১৬

ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২টি ইউনিয়নের মধ্যে ১০টিতে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আর এ কারণে বিএনপির নেতাকর্মীদের মাঝে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

জানা গেছে, হামলা, মামলা ও গ্রেফতারের ভয়ে বিএনপি কোণঠাসা হয়ে পড়ার পরেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এর মাধ্যমে রাজনৈতিক মাঠ গুছিয়ে নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

ঠাকুরগাঁও সদরের ২১টি ইউনিয়নের মধ্যে ৪র্থ ধাপে ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০টি ইউনিয়নে বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।

চূড়ান্ত প্রার্থীরা হলেন, ১নং রুহিয়া ইউনিয়নে আব্দুল মালেক, ৩নং আকচা ইউনিয়নে গোলাম সারওয়ার চৌধুরী, ৪নং বড়গাঁও ইউনিয়নে প্রভাত কুমার সিং, ৭নং চিলারং ইউনিয়নে বজলুর রহমান, ৮নং রহিমানপুর ইউনিয়নে আবু হাসান মো. আব্দুল হান্নান হান্নু, ৯নং রায়পুর ইউনিয়নে তোফায়েল হোসেন, ১০নং জামালপুর ইউনিয়নে দবিরুল ইসলাম, ১১নং মোহাম্মদপুর ইউনিয়নে আশরাফুল হক, ২০নং রুহিয়া ইউনিয়নে (পশ্চিম) মোস্তফা কামাল এবং ২১নং ঢোলারহাট ইউনিয়নে আব্দুল জব্বার।

৯নং রায়পুর ইউনিয়নের প্রার্থী তোফায়েল হোসেন জাগো নিউজকে জানান, চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় এতদিন প্রচার করতে পারছিলাম না। বিএনপি নেতাকর্মীদের ধন্যবাদ আমাকে মনোনীত করার জন্য।

তিনি আরো বলেন, দীর্ঘদিন বিএনপিকে হামলা, মামলা, নির্যাতন করে দাবিয়ে রাখা হয়েছে। আমার ইউনিয়নের বিএনপির কর্মীদের মামলা ও গ্রেফতারের ভয়ে ঘরে ঘুমাতে দেয়নি আওয়ামী লীগ সরকার। আমি নির্বাচিত হলে বিএনপি ও সাধারণ মানুষের উন্নয়নের জন্য নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো।
 
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জানান, মাঠ পর্যায়ে জনপ্রিয়তাকে মূল্যায়ন করে আমরা প্রার্থী নির্বাচন করেছি। আমি আশা করি ইউনিয়ন পরিষদ নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো। আমাদের যে প্রার্থীগুলো চূড়ান্ত করা হয়েছে তারা ইউনিয়ন পর্যায়ে মানুষের কাছে অনেক জনপ্রিয়।

রবিউল এহ্সান রিপন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।