চাঁপাইনবাবগঞ্জ অফিসার্স ক্লাবে ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের বাসভবনের পাশের অফিসার্স ক্লাবে এই ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, ওসি স্যারসহ থানার সব কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন। তারা থানায় ফিরে এলে বিস্তারিত জানাতে পারবো।

এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেন, জেলা প্রশাসকের বাসভবনের অফিসার্স ক্লাবে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।