পঞ্চগড়-১

বিরোধী সমর্থকদের হাঁড় ভাঙার নির্দেশ, নৌকার প্রার্থীকে নোটিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ মার্জিয়া খাতুন এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়, শনিবার (২ ডিসেম্বর) পঞ্চগড় সদর উপজেলার মানিমাছপুকুরী বাজারে প্রচারণাকালে নাঈমুজ্জামান ভূঁইয়ার উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব নির্বাচনী বক্তব্যে ‘নৌকা মার্কা ও প্রার্থীর বিপরীতে কেউ স্বতন্ত্রপ্রার্থীকে সমর্থন ও গণসংযোগ করলে হাঁড়-হাড্ডি ভেঙে দিতে কর্মী সমর্থকদের নির্দেশ দেন। যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে নাঈমুজ্জামান আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। এ কারণে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন ঠেকানো যাচ্ছে না, ৬০ প্রার্থীকে শোকজ

এ বিষয়ে নাঈমুজ্জামান ভূঁইয়া বলেন, কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। স্বশরীরে হাজির হয়েই জবাব দেবো। এছাড়া আমি তো সেই বক্তব্য দেইনি। এমন বক্তব্য সমর্থনও করি না। এটা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক দিয়েছেন। তবে আমিও দায় এড়াতে পারি না। আমার কর্মীদের এ বিষয়ে সর্তক করেছি।

সফিকুল আলম/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।