নড়াইলে আ.লীগ প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন
মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী কার্যালয় খুলে প্রচারণার কাজ শুরু করেছেন নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. বুলবুল আহম্মেদ। আর এ নিয়ে সাধারণ ভোটারসহ নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে অবশ্যই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। যে কেউ এ ব্যাপারে অভিযোগ করলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, তুলারামপুর এবং মাইজপাড়া ইউনিয়নে ৬ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৭ এপ্রিল প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে।
শনিবার তুলারামপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, নড়াইল-যশোর সড়কের তুলারামপুর বাসস্ট্যান্ডের পাশের একটি টিনের ঘরের সামনে বাঁশের খুঁটির সঙ্গে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বুলবুল আহম্মদের নির্বাচনী ডিজিটাল ব্যানার টানানো হয়েছে। ব্যানারে লেখা হয়েছে- নির্বাচনী প্রচার কেন্দ্র। ৬নং তুলারামপুর ইউনিয়ন। বুলবুল ভায়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। সৌজন্যে অ্যাড. শরিফুল ইসলাম (মুকুল)। প্রচারে বাংলাদেশ যুবলীগ-বাংলাদেশ ছাত্রলীগ।
স্থানীয় কাইদুল বিশ্বাস জানান, চার/পাঁচ দিন হলো ঘরটি ভাড়া নিয়ে ব্যানার টানানো হয়েছে। প্রতিদিন সকাল এবং বিকেলে এখানে লোকজন বসেন। এখান থেকে কয়েকটি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন গ্রামে ভোটের ক্যানভাস করতে দেখা যায়।
তুলারামপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী মো. আনিচুর রহমান এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টিপু সুলতান ক্ষোভ প্রকাশ করে জানান, মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের আগেই সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী বুলবুল আহম্মেদ অফিস নিয়ে নির্বাচনী প্রচারণার কাজ চালাচ্ছেন। এগুলো দেখার কি কেউ নেই ? আমরা এর যথাযথ বিচার চাই।
জানতে চাইলে বুলবুল আহম্মেদ বলেন, যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, সেজন্য যুবলীগের নেতাকর্মীরা অফিস নিয়ে নৌকা প্রতীক যুক্ত ব্যানার টানিয়েছে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা জানিনা।
হাফিজুল নিলু/এআরএ/এবিএস