বাসায় একা পেয়ে শিশুকে ধর্ষণ, ভাড়াটিয়া গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী পূর্বপাড়া এলাকায় শিশু (১১) ধর্ষণের অভিযোগে হযরত আলী (৪৪) নামে এক পোশাক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে কারখানার ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়। হযরত আলী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি কোনাবাড়ী তুসুকা ডেনিম কারখানার শ্রমিক।

শিশুটির পরিবার জানায়, কোনাবাড়ী পূর্বপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে মা-বাবার সঙ্গে থাকে শিশুটি। তার মা-বাবাও পোশাক কারখানায় কাজ করেন। সোমবার (৪ ডিসেম্বর) শিশুটির মা-বাবা কাজে গেলে দুপুরের দিকে একই বাড়ির ভাড়াটিয়া হযরত আলী শিশুটিকে টয়লেটে নিয়ে ধর্ষণ করেন। পরে কাউকে না বলার জন্য ভয় দেখান। রাতে ওই শিশু তার মা বাবাকে ঘটনাটি জানালেও স্থানীয় কয়েকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: প্রতিবেশীর ধর্ষণের শিকার ১১ বছরের শিশু

বুধবার দুপুরে প্রতিবেশিদের কেউ ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কারখানার প্রধান ফটক থেকে হযরত আলীকে গ্রেফতার করে পুলিশ।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন।

আমিনুল ইসলাম/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।