হরতাল স্লোগানে কাভার্ডভ্যানে আগুন, পুড়ে ছাই কয়েক হাজার মুরগি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:২৭ এএম, ০৭ ডিসেম্বর ২০২৩

হরতাল স্লোগান দিয়ে ব্রয়লার মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভ্যানের সামনের অংশ ও কয়েক হাজার মুরগির বাচ্চা পুড়ে গেছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়াকান্দা দূর্গাদহ নামক স্থানে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

jagonews24

কাভার্ডভ্যান চালক মোকলেস আলী বলেন, গাজীপুরের শ্রীপুর থেকে ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে পাবনায় যাচ্ছিলাম। এরপর হরতাল শ্লোগান দিয়ে মোটরসাইকেলে দুজন এসে আগুন ধরিয়ে দেয়। এতে বাধা দেওয়ায় আমাকে মারধর করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, একটি মোটরসাইকেলে দুজন এসে কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় তারা।

এমএএম/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।