‘ভুলবশত’ কলেজছাত্রকে কোপালো স্কুল শাখার তিন ছাত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩

টাঙ্গাইলের সৃষ্টি কলেজে সূর্য নামে এক ছাত্রকে কোপানোর অভিযোগে স্কুল শাখার এসএসসি পরিক্ষার্থী তিন ছাত্রকে আটক করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। হামলায় গুরুতর আহত সূর্য বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠান সংলগ্ন টাঙ্গাইল পৌর শহরের সুপারী বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- সৃষ্টি একাডেমিক স্কুলের এসএসসি পরিক্ষার্থী জিদান, ইসমাম ও আসলাম।

আহত সূর্য (১৭) মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ধামসুর গ্রামের কৃষক জুলহাস মিয়ার ছেলে। সে সৃষ্টি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও প্রতিষ্ঠানের এনএক্স আবাসিক ভবনে বসবাসরত।

ঘটনার বিষয়ে সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান সংবাদ মাধ্যমে কোনো বক্তব্য দেননি। এমনকি ঘটনাটি থানা পুলিশকেও অবগত করা হয়নি।

হামলার শিকার সূর্য জানায়, নামাজ পড়ে ভবনে ফেরার পথে হামলাকারী ওই তিন ছাত্র আমাকে বলে তাদের এক বড় ভাই আমাকে ডেকেছেন। আমি ওই বড় ভাইয়ের কাছে যাওয়া মাত্রই পেছন থেকে তারা আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। কারা আর কেন আমার ওপর হামলা করলো এবং যে বড় ভাই আমাকে ডেকেছেন আমি তাদের কাউকেই চিনি না। তিন মাস হলো আমি এই কলেজে ভর্তি হয়েছি।

হামলাকারী জিদান জানায়, ভুলবশত ওই ছাত্রের উপর হামলা করেছে তারা।

‘ভুলবশত’ কলেজছাত্রকে কোপালো স্কুল শাখার তিন ছাত্র

সৃষ্টি কলেজের এনএক্স আবাসিক ভবনের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, হামলার শিকার ও হামলাকারীরা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র। কেন আর কী কারণে হামলার ঘটনা ঘটেছে সেটি স্পষ্ট না। এ বিষয়ে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা কী পদক্ষেপ নিচ্ছেন সেটিও তিনি অবগত নন।

আবাসিক ভবনের নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে ইনচার্জ আরও বলেন, ঘটনাটি প্রতিষ্ঠানের বাইরে ঘটেছে।

সৃষ্টি শিক্ষা পরিবারের পরিচালক মোস্তাফিজুর রহমান হ্যাপি বলেন, ঘটনাটি নিয়ে প্রতিষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া থানা পুলিশকেও বিষয়টি অবগত করা হয়নি।

সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান লায়ন ড. শরিফুল ইসলাম রিপনের মুঠোফোনো একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (সহকারী উপ-পুলিশ পরিদর্শক) আতিকুর রহমান ভূঁইয়া জানান, সৃষ্টি শিক্ষা পরিবারের সূর্য নামের এক ছাত্রকে হাসপাতালের ৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কয়েকজন ছাত্র তাকে মারধর করেছে, এমন তথ্য জানতে পেরেছি। মামলার বিষয়টি সদর থানা কর্তৃপক্ষ অবগত করতে পারবেন।

এর আগে চলতি বছরের ২০ জুন টাঙ্গাইলের সৃষ্টি শিক্ষা পরিবারের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিহাবের রহস্যজনক মৃত্যু হয়। পুলিশ অপমৃত্যু মামলা নিয়ে মরদেহ ময়নাতদন্ত করে। তবে নিহত শিহাবের পরিবারের দাবি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।