কাভার্ডভ্যানে আগুন

পুড়ে মরলো হাজারো মুরগির বাচ্চা, ২ বিএনপিকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩

সিরাজগঞ্জে হরতাল স্লোগান দিয়ে ব্রয়লার মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) চালক মোকলেস আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- একই উপজেলার বিএনপির কর্মী নবীর হোসেন ও মজনু মিয়া।

এর আগে বুধবার (৬ ডিসেম্বর) রাতে জেলার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়াকান্দা দূর্গাদহ এলাকায় কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ভ্যানের সামনের অংশ ও কয়েক হাজার মুরগির বাচ্চা পুড়ে যায়।

পুড়ে মরলো হাজারো মুরগির বাচ্চা, ২ বিএনপিকর্মী গ্রেফতার

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ অগ্নিসংযোগের ঘটনায় চালক বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় বিএনপির দুই কর্মীকে আজ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম এ মালেক/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।