পঞ্চগড়ে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড়ে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগামীতে তাপমাত্রা আরও কমে আসবে বলে তিনি জানান।।

মো. রাসেল শাহ জানান, ঘনকুয়াশা আর উত্তরের শীতল বাতাসে শীতের প্রকোপ বেড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে ছিল গোটা জেলা। পরে সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা ছিল।

jagonews24

আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বিকেলে বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল। ফলে রিকশা-ভ্যানচালক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে।

উপজেলার হাফিজাবাদ এলাকার কৃষিশ্রমিক রফিজ উদ্দিন বলেন, হঠাৎ খুব ঠান্ডা পড়ছে। সকাল থেকে ঘনকুয়াশা। কুয়াশার জন্য বেশি ঠান্ডা লাগছে।

এর আগে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত দশমিক ৫ মিলি রেকর্ড করা হয়।

সফিকুল আলম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।