নারায়ণগঞ্জে

বেশি দামে পেঁয়াজ বিক্রি, ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ইউনুস ব্যাপারী নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে শহরের দ্বিগুবাবুর বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরাসউদ্দিন এনাম এ অভিযান পরিচালনা করেন।

এসময় জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মো. আতিকুল ইসলামসহ র্যাবের একটি টিম অভিযানে উপস্থিত ছিলেন।

বেশি দামে পেঁয়াজ বিক্রি, ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

আরও পড়ুন: ম্যাজিস্ট্রেট দেখে ২০০ টাকা কেজি পেঁয়াজ হয়ে গেলো ১০০

মো. আতিকুল ইসলাম বলেন, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৮০-১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা বলছেন, ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় এটা হয়েছে। কিন্তু আমাদের কাছে থাকা তথ্য মোতাবেক পেঁয়াজ তো প্রতিদিন আসে না। নিষেধাজ্ঞার আগে যে পেঁয়াজটা ঢুকেছে সেটারও দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই আমরা জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।

তিনি আরও বলেন, আমরা কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছি। এখানে কোনো দোকানে মূল্যতালিকা নেই। তারা আমাদের তথ্য দিতে রাজি হচ্ছিল না। পরে আমরা ক্রয় রশিদ সংগ্রহ করেছি। সরকারকে বিব্রত করতে কিছু কুচক্রী মহল কাজগুলো করছেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।