নারায়ণগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল এলাকায় দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে পূর্বাচল ৩০০ ফুট সড়কের ভূইয়া বাড়ি ব্রিজ এলাকায় যাত্রীবাহী দুই প্রাইভেটকারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, দুই প্রাইভেটকারীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দুজন মারা যান।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।