নারায়ণগঞ্জে দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়া, গ্রেফতার ১০

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে অস্ত্রের মহড়া দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বেশ কিছু অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এদের ভেতর কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা যায়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে নারায়ণগঞ্জ সদরের চাষাঢ়া মোড় এবং ফতুল্লার ইসদাইর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

jagonews24

গ্রেফতাররা হলেন সাজ্জাদ হোসেন (২৩), সাবিদ মেহরাব সীমান্ত (১৯), রাজা দাস (২৪), জয় দাস (২৩), নাহিয়ান আজম ইভান (২৫), সালমান (১৮), জুম্মান (১৭), রায়হান (১৬), মানিক বালা (১৬) এবং শাহাদাত শেখ (১৫)।

এসময় তাদের কাছ থেকে পাঁচটি সুইচ গিয়ার, দুটি নাকোল ডাস্টার ও দুটি লোহার পাইপ, একটি ছুরি উদ্ধার করা হয়।

jagonews24

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতাররা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে। ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতো। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর অপরাধ সংঘটন করে। তারা দলবদ্ধ হয়ে জনমনে ত্রাস সৃষ্টি করে আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে আসছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এবং ফতুল্লা থানায় দুটি মামলা করা হয়েছে।

জানা যায়, ইভান গ্রুপের নেতা নাহিয়ান আজম ইভানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।