নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় রাজিব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোসলেউদ্দিন নামে অপর আরোহী আহত হয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ভুলতা থেকে কাঞ্চনগামী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে রাজিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোটরসাইকেলে থাকা মোসলেউদ্দিন নামের আরেক আরোহী।

ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ মোল্লা জাগো নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।