গাজীপুরে ট্রেন দুর্ঘটনা

তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩

গাজীপুরের শ্রীপুরের বনখরিয়া এলাকায় ট্রেন দুর্ঘটনায় রেলপথ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কমিটির আহ্বায়ক যুগ্নসচিব শাহ্ ইমাম আলী রেজা ও অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে আসেন।

আরও পড়ুন:‘আমার জামাইয়ে তো কোনো দোষ করছে না, তার কেন এভাবে মৃত্যু হলো?’

এ সময় শাহ্ ইমাম আলী রেজা সাংবাদিকদের বলেন, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। আমরা সকাল বেলা ঘটনাস্থলে এসেছি সরজমিনে দেখার জন্য। আমরা দেখছি এবং প্রয়োজনীয় নথিপত্র দেখবো। ইতিমধ্যে ট্রেনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। আশা করি নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা দিতে পারবো।

আমিনুল ইসলাম/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।