ফুলবাড়ীতে ৩০০ কেজি পলিথিন জব্দ


প্রকাশিত: ১০:০৮ এএম, ০৩ এপ্রিল ২০১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩০০ কেজি ব্যবহার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নিষিদ্ধ পলিথিন বহনকারী দুইজনকে আটক করে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার বেলা ১২টার দিকে এ জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
 
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের তোশারব হোসেনের ছেলে মুজাহিদ (৪৫) ও একই উপজেলার গোলারঘাট গ্রামের বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে আশরাফ হোসেন (৩৮)।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বলেন, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর এলাকায় রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ব্যবহার নিষিদ্ধ ৩০০ কেজি পলিথিনসহ মুজাহিদ ও আশরাফকে আটক করে পলিথিনগুলো জব্দ করে নিষিদ্ধ পলিথিন বহনের দায়ে দুইজনের জরিমানা আদায় করা হয়।

এমদাদুল হক মিলন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।