ভাঙ্গুড়ায় নতুন ইউএনও আরাফাত হোসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১১:১৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. আরাফাত হোসেন যোগদান করেছেন। তিনি ৭ ডিসেম্বর পাবনার ভাঙ্গুড়ায় যোগদান করেন। এর আগে তিনি জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ছিলেন।

ভাঙ্গুড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন চাকরি জীবনে ৩০তম বিসিএস-এ শিক্ষা ক্যাডারে প্রথম যোগদান করেন। এরপর তিনি ৩৩তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি প্রশাসন ক্যাডারে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম যোগদান করেন। এরপর রংপুর বিভাগে সহকারী কমিশনার (এসিল্যান্ড) হিসেবে যোগ দেন। সর্বশেষ তিনি জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আরাফাত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে তিনি যুক্তরাজ্য থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ব্যক্তি জীবনে বিবাহিত ও দুই কন্যা সন্তানের পিতা। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা।

সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক প্রেস ক্লাব সভাপতি মাহবুব উল আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হালিমা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রোমানা আক্তার রোমি, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, ভাঙ্গুড়া বিএম কলেজের অধ্যক্ষ মো. বদরুল আলম, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকন, মনোয়ার হোসেন খান মিঠু, সুলতানা জাহান বকুল, আফসার আলী, আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

আমিন ইসলাম জুয়েল/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।