বিজয় দিবসে ৭০ হাজার পাঙাশ বিতরণ করলেন প্যানেল মেয়র
মহান বিজয় দিবস উপলক্ষে মাছ বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আবদুল করিম বাবু।
শনিবার (১৬ ডিসেম্বর) শহরের পাইকপাড়া এলাকায় ১২ হাজার অসহায় পরিবারের মধ্যে ৭০ হাজার মাছ (পাঙাশ) বিতরণ করা হয়।
এ বিষয়ে প্যানেল মেয়র আব্দুল করিম বাবু বলেন, ‘ডিসেম্বর বিজয়ের মাস। বাংলাদেশ এ দিনে বিজয় লাভ করেছে। বিজয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই আমি প্রতিবছর এ উপহার দিয়ে থাকি। তারই অংশ হিসেবে আমার নিজ এলাকাসহ পার্শ্ববর্তী এলাকার লোকজনকে আমার ব্যক্তিগত তহবিল থেকে মাছ বিতরণ করা হয়েছে।’
এসময় এসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়হান করিম রিয়েনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম