চুয়াডাঙ্গায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩

চুয়াডাঙ্গায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রোববার (১৭ ডিসেম্বর)। সকাল সকাল ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আর ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, চুয়াডাঙ্গায় শুক্রবার (১৫ ডিসেম্বর) সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার (১৬ ডিসেম্বর) তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ রোববার আবার কমেছে। চলতি বছরের মধ্যে আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর সকাল ৯টায় রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। এরআগে শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল সারাদেশের মধ্যে সর্বনিম্ন। ওইদিন সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

হুসাইন মালিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।