নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহররে ২নং রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহত যুবকটি সম্ভবত ট্রেনের দুই বগির মাঝখানে বসে ছিল। ট্রেন চলার সময় ঝাঁকুনিতে যুবকটি ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলসেুর রহমান বলনে, নিহত যুবকের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়ছে। পরচিয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে। শনাক্ত করা গেলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে, নাহলে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।