এবার নির্বাচন হবে মানুষের ভালোবাসা দিয়ে: সেলিম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান বলেছেন, আমি মানুষদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। আমি যদি মানুষকে ভালোবেসে থাকি, তাহলে নির্বাচনে ভালো একটি ফলাফল পাবো, এটিই আমার আশা। মানুষের ভালোবাসা দিয়েই এবার নির্বাচন হবে।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লাঙল প্রতীক বরাদ্দ নেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

jagonews24

সেলিম ওসমান বলেন, ‘আমি যদি এবার বিজয়ী হই, জনগণের সঙ্গে মিলে উন্নয়নের কাজ করবো। দীর্ঘ সাড়ে ৯ বছর যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করে যাবো।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের আমি সম্মান করি। প্রতিদ্বন্দ্বী থাকলে নির্বাচন সুন্দর হবে, জনগণ আনন্দ করতে পারবে।’

নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন। তারা হলেন এএমএম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), আব্দুল হামিদ ভাসানী ভূঁইয়া (তৃণমূল বিএনপি) ও শামসুল ইসলাম (বাংলাদেশ সুপ্রিম পার্টি)।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।