চুয়াডাঙ্গা

স্বতন্ত্র প্রার্থীর প্রচারকর্মীকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:০০ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩

চুয়াডাঙ্গা-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার নির্বাচনী প্রচারণায় নিয়োজিত রুবেল হোসেন (৩২) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের একাডেমি মোড়ে এ ঘটনা ঘটে।

আহত রুবেল হোসেন চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার মিনারুল ইসমালের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক। তার ইজিবাইকে করে স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার নির্বাচনী প্রচারণার কাজ করছেন।

আহত রুবেলের মামা আসাবুল হক বলেন, ‘ঈগল প্রতীকের প্রচারণার সময় একই এলাকার মফিজুলের সঙ্গে রুবেলের তর্কাতর্কি হয়। দুপুরে রুবেল প্রচারণার জন্য মাইক নিয়ে একাডেমি মোড়ে এলে শাহাদাৎ নামের একজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।’

স্বতন্ত্র প্রার্থীর প্রচারকর্মীকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন বলেন, রুবেলের পিঠে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। ১০-১২টি সেলাই লেগেছে। এক্স-রে বা পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে তিনি শঙ্কামুক্ত কি না।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ সেকেন্দার আলী বলেন, মারামারির ঘটনা জানতে পেরেছি। এ বিষয়ে জোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হুসাইন মালিক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।