চুয়াডাঙ্গা-১

একের অধিক নির্বাচনী অফিস নির্মাণ, তিন প্রার্থীর কর্মীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২২ ডিসেম্বর ২০২৩

চুয়াডাঙ্গা-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে তিন প্রার্থীর কর্মীকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাচনে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আলমডাঙ্গা পৌরসভার বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কিনা সেটা তদারকিতে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: জনপ্রতিনিধিদের মধ্যাহ্নভোজ, প্রচারে অনিয়মে জরিমানা

উপজেলার ডাউকি ইউনিয়নে একাধিক অফিস ও সেগুলো আলোকসজ্জা করায় স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার ঈগল প্রতীকের কর্মীকে তিন হাজার, একই উপজেলার ডাউকি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোলায়মান হক জোরদার সেলুনের একাধিক অফিস করায় তার কর্মীকে আড়াই হাজার টাকা ও স্বতন্ত্র প্রাথী এম এ রাজ্জাক খানের বিলবোর্ড আলমডাঙ্গা উপজেলার পৌর এলাকার বৈদ্যুতিক পিলারে নির্বাচনী বিলবোর্ড দেওয়ার অপরাধে ফ্রিজ প্রতীকের কর্মীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে রেজওয়ানা নাহিদ জানান, আচরণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচনে সব প্রার্থীকে আইন মেনে চলতে হবে। নির্বাচন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

হুসাইন মালিক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।