নড়াইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক আবারো আটক
নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমানকে নড়াইল জেল গেট থেকে আবারো আটক করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল ডিবি পুলিশ তাকে আটক করে।
এর আগে ২৯ ফেব্রুয়ারি নাশকতার একটি মামলায় নড়াইলের একটি আদালতে হাজিরা দেওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠান। এতদিন কারাগারে থাকার পর আজই হাই কোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার আগেই ডিবি পুলিশ কারাগারের প্রধান ফটোকের ভিতর থেকে তাকে আটক করে সদর থানায় পাঠায়।
নড়াইল ডিবি পুলিশের উপ পরিদর্শক (এস আই) রেজাউল করীম রেজা আটকের বিষয় নিশ্চিত করেছেন।
কোন মামলায় তাকে আটক করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, এ ব্যাপারে পরে জনানো হবে।
হাফিজুল নিলু/এফএ/আরআইপি