ঝিনাইদহে আ.লীগের দু`গ্রুপের সংঘর্ষ : আহত ১০
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী ইউনিয়নে মনোনয়ন নেওয়াকে কেন্দ্র করে আ.লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের মধুনাথপুর গ্রামে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইসহাক আলী এবং বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফয়জুল্লাহ ফয়েজের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি চালায় পুলিশ।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি চালায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত কেউ আটক হয়নি।
এফএ/এমএস